দৃক নিউজ২৪ ডেস্ক:- ভারতে পেয়াজের মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। হঠাৎ ভারতীয় বাজারে পেঁয়াজের রফতানি মূল্য টন প্রতি ৪শ’ মার্কিন ডলার থেকে সাড়ে ৮শ’ ডলার নির্ধারণ করা হয়েছে।
ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গত দশ দিনের ব্যবধানে ভোমরা স্থলবন্দরে আমাদানিকৃত পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমাদানি কমিয়ে দিয়েছেন।
ভারতীয় ট্রাক ড্রাইভার সুকুমার সরকার জানান, ভারতীয় বাজারে এখন পেঁয়াজ প্রতি কেজি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ বাংলাদেশে ৮০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আলি জানান, সাতক্ষীরার খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫-৮০ টাকায়।
গত এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৩৫-৪০ টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, হঠাৎ করে ভারতীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভোমরা বন্দরে পেঁয়াজের আমদানি কমেছে। ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। যার কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, অক্টোবর মাসে বন্দর দিয়ে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসে তুলনামূলকভাবে পেঁয়াজ আমদানি কমে গেছে। গত দশ দিন আগেও প্রতিদিন ৬০-৭০টি পেঁয়াজবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করতো। বর্তমানে সে সংখ্যা ৩০ থেকে ৩৫টিতে নেমে এসেছে।
More News Of This Category