মোঃ হুমায়ূন কবীর ফরীদি#
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার একটি মারামারি মামলার প্রধান আসামী কলকলিয়া ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, ৯ ই আগষ্ট ২০১৭ ইং রোজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ মডেল থানার এসআই ইমতিয়াজের নেতেৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ আদালতের প্রধান ফটকের সামনের মার্কেট থেকে সাজাদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সাজাদকে ঐ দিনই জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশ, জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন সাজাদ নির্বাচিত হওয়ার পর থেকে নানা কারনে বিতর্কিত হয়ে পড়েন। তার বিরুদ্ধে গ্রামবাসী ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে এলাকার সরকারিভুমি দখল, অবৈধভাবে সরকারি খালে মাছ আহরন ও মিথ্যা মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন দুর্নিতীর মুখোশ উম্মোচন করেন। এছাড়া ইউপি সদস্য সাজাদ কর্তৃক ভিজিএফ’র তালিকায় দুই গ্রামের দরিদ্র লোকজনদের অন্তভুক্তি না করায় ইউপি সদস্যকে অবাঞ্চিত ঘোষনাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, গত ৬ আগষ্ট উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে রাস্তার ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ও রুপা মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের ২০জন আহত হয়। এ ঘটনায় থানায় উভয় পক্ষে মামলা দায়ের হয়েছে। রুপা মিয়া পক্ষের মামলায় প্রধান আসামী ইউপি সদস্য সাজাদকে সুনামগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে।
More News Of This Category