দৃক নিউজ২৪ ডেস্ক:- দেশের জনপ্রিয় কোমল পানীয় প্রাণ আপ। এর আগে এই পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ ও সায়ন্তিকা। সম্প্রতি নির্মিত হলো প্রাণ আপের নতুন বিজ্ঞাপন। সেখানে নতুন জুটি হয়ে আসছেন বাংলাদেশের প্রিয়মুখ চিত্রনায়ক ইমন ও অভিনেত্রি শখ
গেল ৭ অক্টোবর টিভিসিটির দৃশ্যধারণ হয় পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে। উৎসব আমেজের একটি ভাবনায় নির্মিত হয়েছে এটি, জানান চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘প্রাণ আপ বাংলাদেশের জনপ্রিয় একটি কোমল পানীয়। আমি এ পণ্যের বিজ্ঞাপনে প্রথমবার কাজ করলাম। প্রাণের বিজ্ঞাপন নিয়ে সবসময় দর্শকদের মধ্যে আগ্রহ থাকে।’
ইমন সহশিল্পী শখকে নিয়ে বলেন, ‘আমার পছন্দের একজন সহশিল্পী শখ। ওর সঙ্গে কাজ করে সবসময়ই আনন্দ পাই। এর আগেও আমরা নাটক-টিভিসিতে জুটি হয়েছি। সেগুলো বেশ ভালো সাড়া পেয়েছে। আশা করছি এ বিজ্ঞাপন দিয়েও নতুন করে আলোচিত হবে আমাদের জুটি। আর আামাদের দুজনকে একসঙ্গে নিয়ে এই টিভিসিটি নির্মাণের জন্য প্রাণ আপের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানাই। বিশেষত ধন্যবাদ রইল নির্মতা নাফিস ভাইয়ের প্রতি।’
শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা নাফিস রেজা।
More News Of This Category