নিজস্ব প্রতিবেদক:- এবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামে বেড়ে উঠা মেধাবী গীতিকার আর. কে. বাবু (কাঙ্গাল বাবু) এর গান পরিবেশন করলেন-পাওয়ার ভয়েজ ২০১২ এর ফাইনালিস্ট, জনপ্রিয় কণ্ঠশিল্পী-বাউলা কানু।
গানটি আজ ২২শে জুলাই শুক্রবার সন্ধ্যা ০৭.৩০ মিনিটে ভারতের স্বনামধন্য ইউটিউব চ্যানেল-“”Eagle music silchar””এর ব্যানারে শুভমুক্তি হতে যাচ্ছে।
গানটি তে মিউজিক কম্পোজিশন করেন-সিলেটের গুনান্বিত কম্পোজার-অনুপম প্রতিক। নৃত্য পরিবেশন করেন-ভারতে’র জয়পুর নৃত্যালয়’র নাভি নাথ, মেগা রাজপুত্র, তনয়া চন্দ, প্রিয়াংকা দে। ভিডিও ক্যামেরা করেন-ভারতের সিনেমেটিক ভিডিও মেকার-সানি পাল।
সার্বিক তত্বাবধানে ছিলেন-দীনহীন সুরঞ্জিত পাল (বাংলাদেশ) ও সমরজিৎ দে (ভারত)। সার্বিক সহযোগিতা করেন-রন্টু চক্রবর্তী।
গানটি’র ব্যাপারে বাউলা কানু দৃক নিউজ ২৪. কম’কে বলেন-গানটি যদিও প্রচলিত সুরের উপরে গানটি’র কথা কিন্তু একদম ভিন্ন।
সত্যিকার অর্থে ই-গানটি বাবু দারুন লিখেছে।সে সম্ভবনাময় এক ভান্ডার।তিনি আরো বলেন-গানটি তে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।এখন আপনাদের ভালো লাগলে ই আমাদের স্বার্থকতা।
আপনাদের সকলকে গানটি শুনার আমন্ত্রণ রইল। উল্লেখ্য এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সপ্তমালা এলবামের নিবেদন।
More News Of This Category