,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন এর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর পৃষ্ঠপোষকতায় দেশ-বিদেশে বসবাসরত কলকলিয়া ইউনিয়ন এর প্রবীণ -নবীনদের হাতে গড়া সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর কর্যকরি কমিটি গঠন করা হয়েছে।

ড. সানোয়ার চৌধুরীকে সভাপতি ও তৌফিকুল আম্বিয়া টিপুকে সাধারন সম্পাদক এবং আলহাজ্ব হাবিব কোরেশিকে প্রধান ট্রেজারার করে দুই বছর মেয়াদি ১৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নবাসীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করা, সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি সহ সব ধরনের উন্নয়নে কাজ করার উদ্দেশ্য নিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন এর দেশ বিদেশে বসবাসরত প্রবীণ -নবীনদের সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর কমিটি গঠন এর লক্ষে ২৩ শে জানুয়ারী বাংলাদেশ সময় দিবাগত রাত ৮ ঘটিকার সময় সংগঠন সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে এক বিশেষ ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির পৃষ্টপোষক হিসাবে রয়েছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান, কলকলিয়া ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান
আলহাজ্ব সাজ্জাদুর রহমান, আলহাজ্ব সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, নুরুল হোসাইন, শামসুল হক, সালমান খালেদ চৌধুরী ও ফয়জুল।

এরই সাথে সাথে উপদেষ্টা হিসাবে শফিকুল ইসলামকে প্রধান করে ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়েছে।

জানাযায়, বিগত এপ্রিল মাসে কলকলিয়া ইউনিয়নের আমেরিকা প্রবাসী জনাব তৌফিকুল আম্বিয়া টিপু(পাড়ার গাঁও) এবং সাউত আফ্রিকা প্রবাসী জনাব বাতির আহমেদ (পাড়ার গাঁও) এর উদ্দোগে শুরু করা সংগঠনটি অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ চুড়ান্ত পর্যায়ে রুপ নিয়েছে। সংগঠনটির আত্ম প্রকাশের পর থেকে জনমনে সন্দেহ ছিল আদোও এ সংগঠনটি করা সম্ভব কিনা। ইউনিয়নের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসী সহ সকলকে এক প্লাটফর্মে আনা সম্ভব কিনা। ইউনিয়নের কিছু মেধাবী নবীন প্রবীনদের সম্মন্বয়ে কলকলিয়া ইউনিয়নের দেশী এবং প্রবাসী সকলের সহযোগিতায় বিরাট এ পরিকল্পনা আজ বাস্তবে রুপ নিচ্ছে। সবার প্রত্যাশা এ সংগঠন কলকলিয়া ইউনিয়কে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে রুপ দিতে ভুমিকা রাখবে।

আরো জানাযায়, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির(KUDS) নামে শুরু করা সংগঠনটি নাম পরিবর্ত করে কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন(KUDA) করা হয় কারন, প্রথম যাদের ধারা এ সংগঠন শুরু হয়েছিল তাদের বাদ দিয়ে তাদের দেয়া নাম এবং লগও আহবায়ক কমিটির প্রধান জনাব মোবারক আলী গং হুয়াটসআপ গ্রুপ থেকে কপি করে নিয়ে আরেকটা গ্রুপ খুলেন এবং এ লগো এবং নাম ব্যাবহার করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন।তাই মুল উদ্দোক্তারা সাধারন সদস্যদের বিভ্রান্তিতে না ফেলে উনারা সংগঠনের নাম আংশিক পরিবর্ত করে আজ থেকে কার্যক্রম শুরু করবেন এবং সংগঠনটি আজ থেকে কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন ( KUDA) নামে পরিচালিত হবে বলে জানা গেছে।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬