,

নৌকা প্রত্যাশীদের ঢাকায় অবস্থান : জনমনে প্রশ্ন কে হচ্ছেন নৌকার কান্ডারী

কালের ঢোল:- চলতি সনের ২৩শে ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা পাবার প্রত্যাশায় অর্ধশতাধিক প্রার্থী ঢাকায় অবস্থান করছেন গত সাপ্তাহ খানেক ধরে। কোন ইউনিয়নে কে হচ্ছেন নৌকার কান্ডারী এই ধোঁয়াশা দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের কৌতুহলী করে তুলছে।

নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, সৈয়দপুর- শাহারপাড়া, রানীগঞ্জ, আশারকান্দী, চিলাউড়া -হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি সনের ২৩ শে ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিল এর শেষ দিন ২৫ শে নভেম্বর। এই নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করতে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা পাওয়ার আশায় প্রতি ইউনিয়ন এর একাধিক প্রার্থী রাজধানী শহর ঢাকার বিভিন্ন হোটেল -মোটেল ও বাসা বাড়ীতে অবস্থান করছেন। এবং দলীয় প্রতীক নৌকা পেতে দলের হাইকমান্ডে চালিয়ে যাচ্ছেন জোর লবিং ও তদবির। এক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যান করলে বেরিয়ে আসতে পারেন অনেক নতুন মূখ ত্যাগী, যোগ্য ও সাধারণ মানুষের পছন্দের প্রার্থী।

বিধায় সাধারণ ভোটার সহ প্রার্থীরা অধির আগ্রহে তাকিয়ে আছেন দলীয় হাইকমান্ডের দিকে। কে বা কাহারা নৌকার মাঝি হচ্ছেন এনিয়ে জনমনে কৌতুহল বিরাজ করছে। যোগ্য ও ত্যাগী ব্যক্তিকে দলীয় মনোনয়ন অর্থাৎ নৌকা প্রতীক দেওয়ার জন্য হাইকমান্ডের প্রতি জোর দাবী তৃণমূল নেতাকর্মী তথা সাধারণ ভোটারদের।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১