,

ইউপি নির্বাচন: সিলেট-সুনামগঞ্জের মাঠে নেই জাপা!

দৃক নিউজ২৪, সিলেট:- জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সদ্য অনুষ্ঠিত সিলেট ৩ আসনে উপ নিবার্চনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিল রাজনৈতিক এ দলটি। সংসদ নির্বাচনে জাপার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থানীয় নির্বাচনে দেখা মিলছে না লাঙ্গল প্রতীকে জাপা প্রার্থীদের। চলমান ইউপি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিএনপির নেতারা অংশ নিলেও সিলেট-সুনামগঞ্জের কোথাও দেখা মিলছে না আবহমান বাঙলার ঐতিহ্য লাঙ্গল প্রতীকে জাপার প্রার্থীদের ।

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কোনো ইউনিয়নে নির্বাচন না হলেও দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগ, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রের মোড়কে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়তের প্রার্থীরা অংশগ্রহণ করেন। কিন্তু সেখানে দেখা মিলেনি জাতীয় পার্টির দলীয় প্রতীকে কোনো প্রার্থীকে। যদিও প্রার্থী সংকটের বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন পার্টির সিলেট বিভাগের দায়িত্বশীল নেতারা।

গত ১১ নভেম্বর সারাদেশের ন্যায় সিলেটের ৩টি উপজেলায় ১৫টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। ১৫টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি, একটিতে জামায়াত ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন। এরআগে গত উপনির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পাটির দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তিনি ওই নির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমানের কাছে পরাজিত হন। চলমান ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলেও প্রার্থী খুঁজে পাচ্ছে না সিলেট জাপা। নির্বাচনে জাপার অংশগ্রহণ না থাকায় সিলেট জুড়েই চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর বিভাগে ৪৪ ইউপির মধ্যে সিলেট জেলার ১৬ টি ইউনিয়নে তৃতীয় ধাপে এবং ৪র্থ ধাপে বিভাগে ৮২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একইভাবে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্রের মোড়কে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। সেখানেও জৈন্তাপুরের এক চেয়ারম্যান প্রার্থী ছাড়া মাঠে নেই সংসদের প্রধান বিরোধী দলের কোনো প্রতিদ্বন্দ্বি।

সিলেট জেলা জাপা সূত্রে জানা যায়, দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন না কেউ। তাই ইউপি নির্বাচনে দল থেকে কাউকে প্রার্থী দেওয়া সম্ভব হচ্ছে না।

এব্যাপারে সিলেট জেলা জাতীয় পাটির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান বলেন, দলীয় প্রতীকে নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে চাইলে প্রতীক পেতে তাকে আমরা কেন্দ্রে কাছে আহ্বান জানাবো।

তবে কি সিলেট জাতীয় পার্টি প্রার্থী সংকটে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী সংকট নয়, মূলত আমরা এই সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করতে পারছি না, তাই নির্বাচন থেকে দূরে আছি।

তবে, চতুর্থ ধাপে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জকিগঞ্জে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন বলেন জানান সিলেট জেলার সদস্য সচিব।

কোথাও দেখা মিলছে না আবহমান বাঙলার ঐতিহ্য লাঙ্গল প্রতীকে জাপার প্রার্থীদের ।

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কোনো ইউনিয়নে নির্বাচন না হলেও দ্বিতীয় ধাপে সিলেট জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগ, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রের মোড়কে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়তের প্রার্থীরা অংশগ্রহণ করেন। কিন্তু সেখানে দেখা মিলেনি জাতীয় পার্টির দলীয় প্রতীকে কোনো প্রার্থীকে। যদিও প্রার্থী সংকটের বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন পার্টির সিলেট জেলার দায়িত্বশীল নেতারা।

গত ১১ নভেম্বর সারাদেশের ন্যায় সিলেটের ৩টি উপজেলায় ১৫টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। ১৫টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি, একটিতে জামায়াত ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন। এরআগে গত উপনির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পাটির দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তিনি ওই নির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমানের কাছে পরাজিত হন। চলমান ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলেও প্রার্থী খুঁজে পাচ্ছে না সিলেট জাপা। নির্বাচনে জাপার অংশগ্রহণ না থাকায় সিলেট জুড়েই চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর বিভাগে ৪৪ ইউপির মধ্যে সিলেট জেলার ১৬ টি ইউনিয়নে তৃতীয় ধাপে এবং ৪র্থ ধাপে বিভাগে ৮২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একইভাবে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্রের মোড়কে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। সেখানেও জৈন্তাপুরের এক চেয়ারম্যান প্রার্থী ছাড়া মাঠে নেই সংসদের প্রধান বিরোধী দলের কোনো প্রতিদ্বন্দ্বি।

সিলেট জেলা জাপা সূত্রে জানা যায়, দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন না কেউ। তাই ইউপি নির্বাচনে দল থেকে কাউকে প্রার্থী দেওয়া সম্ভব হচ্ছে না।

এব্যাপারে সিলেট জেলা জাতীয় পাটির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান বলেন, দলীয় প্রতীকে নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে চাইলে প্রতীক পেতে তাকে আমরা কেন্দ্রে কাছে আহ্বান জানাবো।

তবে কি সিলেট জাতীয় পার্টি প্রার্থী সংকটে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী সংকট নয়, মূলত আমরা এই সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করতে পারছি না, তাই নির্বাচন থেকে দূরে আছি।

তবে, চতুর্থ ধাপে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জকিগঞ্জে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন বলেন জানান সিলেট জেলার সদস্য সচিব।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১