দৃক নিউজ২৪ ডেস্ক:- দেশীয় পোশাকের জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছিলো জমকালো শারদীয় উৎসব ২০১৭। গতকাল ২৯ সেপ্টেম্বর বনানী পূজা মন্ডপে অনুষ্ঠিত এটি হয়।
আয়োজনে পুরস্কৃত করা হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বিসর্জন সিনেমায় অসাধারন অভিনয়ের জন্য ‘বিশ্বরঙ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনেরর পক্ষ থেকে পৃথকভাবে পুরস্কৃত করা হয় তাকে। এই অনুভূতি জানাতে গিয়ে আপ্লুত ছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।
More News Of This Category