,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

১৮ই অক্টোবর (সোমবার) উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষ কার্যক্রম প্রকল্পের আওতাধীন উত্তরবাড়ী মসজিদ মক্তব ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রে কেন্দ্র সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্র শিক্ষক মাও: মোঃ জামাল হুসাইন এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলিগ এর অনতম সদস‌্য কলকলিয়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়াম‌্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ারটেকার হাঃ মোঃ মুহিবুর রহমান। বালিকান্দি আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: মোঃ জমির আহমদ, বালিকান্দি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওঃ আব্দুল মতলিব।

আলোচনা সভায় শেখ রাসেলের জীবনি তুলে ধরে বক্তরা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্বরণ ও রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্টানে অন‌্যন‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন, কলকলিয়া বাজার মসজিদের ইমাম মাও: মোঃ নজমুল হক, বালিকান্দি আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হাফিজি বিভাগের প্রধান শিক্ষক হাফিজ সদরুল ইসলাম। গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহিদ, জহুরুল হক, লৎফুর রহমান সহ ছাত্র ছাত্রী বৃন্দ।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১০
  • দুপুর ১১:৫১
  • বিকাল ৩:৩৫
  • সন্ধ্যা ৫:১৪
  • রাত ৬:৩২
  • ভোর ৬:২৪