নিজস্ব প্রতিবেদক :-
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সবকয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এম পির প্রতিনিধি দল।
তাঁরা বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাহতাব উল হাসান সমুজ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা কাইয়ূম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক আবাব হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নানের এপিএস আবুল হাসনাত, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক জ্যোতি ভূষন তালুকদার জন্টু, দক্ষিন সুনামগঞ্জ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ দে, জগন্নাথপুরের কলকলিয়া ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি ফয়জুর রহমান,ন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি বোরহান উদ্দিন দোলন, সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ সবকয়টি মণ্ডপে প্রদান করেন ওই নেতৃবৃন্দ। প্রত্যেকটি মণ্ডপে দর্শনার্থীসহ উপস্থিত সর্বস্তরে নাগরিকদের প্রতিমন্ত্রীর শারদীয়শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ ও প্রতিমন্ত্রীর এপিএস আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
More News Of This Category