শেখ বশীর আহমদ: সারা বাংলাদেশের শীর্ষ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালিন মহাসচিব ও বর্তমান আমির, কারা নির্যাতিত আপোষহীন মজলুম জননেতা, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রধান শাইখুল হাদিস ও শিক্ষা পরিচালক, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, কোটি কোটি তাওহিদী জনতার আস্থার প্রতিক, রাহবারে মিল্লাত, শাইখুল হাদিস, আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের মুহতারাম সভাপতি হাফিজ মাওলানা তাফহিমুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা ইসহাক কামাল শোক জানিয়েছেন এবং মরহুমের সর্বোচ্চ জান্নাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। অনলাইনে প্রেরিত শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বাবুনগরীর আকস্মিক মৃত্যুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনির জীবদ্বশায় এ বাংলাদেশের মুসলিম উম্মাহের জন্য অনেক কিছু করে গেছেন। কোন ইসলাম বিরোধী বাতিলের সাথে কখনো আপোষ করেন নি। তিনি বর্তমান সময়ের ও অনাগত ভবিষ্যত প্রজন্মের কাছে রোল মডেল ও চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের ইন্তেকালে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও ভক্তকুলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এবং মরহুমের মাগফিরাত ও সর্বোচ্চ জান্নাত কামনায় যুব জমিয়ত বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে কুরআন তেলাওয়াত ও ইসালে সোয়াবের মাধ্যমে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।
উল্লেখ্য, ১৯ আগষ্ট বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনির অসুস্থতা দেখা দিলে হসপিটালে নেয়ার পথে প্রায় বেলা ১১টার দিকে ইন্তেকাল করেন। পরে চট্টগ্রামের একটি প্রাইভেট হসপিটালে নেয়ার পর ডা. ইবরাহিম হযরতকে মৃত ঘোষনা করেন।