,

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

দৃক নিউজ২৪, ছাতক:- টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু।

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজে উৎসাহ দিতে তাদেরকে বাইসাইকেল উপহার দিয়েছে গ্রামবাসী।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে পাইগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ২০ শিশুর হাতে বাইসাইকেল তুলে দেন শায়েখ মাও.আব্দুস সোবাহান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, প্রবাসী আমজদ আলী, দিলোয়ার হোসেন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, যে শিশুরা গ্রামের মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকেই বাইসাইকেল উপহার দেয়া হবে বলে ঘোষণা দেন গ্রামের তরুণরা। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাধ জানিয়ে গ্রামের যারা প্রবাসে বসবাস করেন তারাও এগিয়ে আসেন।

এ বিষয়ে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, ‘যুবকদের ওই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। তারা শিশুদেরকে ৪০দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই বাইসাইকেল উপহার দিচ্ছেন। তাদের এ উদ্যোগে গ্রামের যারা প্রবাসে থাকেন তারাও অর্থায়ন করছেন।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১