,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

আজ মহান বিজয় : দিবসটি উপলক্ষে যত আয়োজন


দৃক নিউজ২৪, ঢাকা:- বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে সরকারি ও বেসকারিভাবে নানা আয়োজন করা হয়েছে। এরমধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি দপ্তর, মন্ত্রণালয়কে দিনটি পালনের নির্দেশনা দিয়েছে সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও অফিসকে মহান বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে বেসরকারিভাবেও অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান দিনটি পালন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপরই সেনাপ্রধান জেনারেল আজীজ আহমেদসহ তিন বাহিনীর প্রধানগণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেও এবার করোনাভাইরাস পরিস্থির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা দল বেঁধে জাতীয় স্মৃতিসৌধে না এলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সীমিত আকারে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

এরপর দিসবটি উপলক্ষে বেলা ১২ টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আয়োজনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটিকে সামনে রেখে সরকারি নির্দেশনার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের আওতাধীন অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, সকল পিটিআই, সকল প্রাথমিক বিদ্যালয় আনন্দ স্কুল ও শিশু কল্যাণ ট্রাস্টের স্কুলগুলোয় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জাতীয় শিক্ষা একাডেমির প্রধান কার্যালয়ে আলোক সজ্জা করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাজসজ্জা করা হয়েছে।

১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন, ইমেইল ও ডাকযোগে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ অনলাইন সুবিধা সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, জাতীয় শিক্ষা একাডেমি (নেপ) এর পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট ও রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) -এর পরিচালককে বিজয় দিবসে সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি অগ্রগতি কামনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিশেষ মোনাজাত করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেলা ১১টায় গুলশান ২ নম্বরে নগর ভবনের সামনে ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। বেলা সাড়ে ১১ টায় বনানী বিদ্যা নিকেতনে মুজিব কর্নার উদ্বোধন করা হবে। উভয় অনুষ্ঠানেই উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে।

ভোর ৬ টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। বিকাল ৩ টায় নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত থাকবেন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অপরাহ্ন ৪টা থেকে ৫টা এক ঘণ্টাব্যাপী বিশেষ পরিস্থিতিতে সংক্ষিপ্তাকারে বিজয় দিবসের কর্মসূচি পালিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসিচব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দিবসটি উপলক্ষ্যে ভোরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।

স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দলের পাশাপাশি মহান স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাব।

এছাড়া অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

টেলিভিশন চ্যানেলগুলোতেও দিবসটি উপলক্ষে স্বাধীনতা যুদ্ধ ও মহান বিজয় দিবস কেন্দ্রীক নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬