নিজস্ব প্রতিবেদক:- ফ্রান্স সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহবান করা হয়।আজ (২ নভেম্বর) বাদ আসর সর্বস্থরের মুসলিম জনতার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। খন্ড খন্ড মিছিল সহকারে পীরের গাঁও শাহ-দামড়ি বাজারের ময়দানে মসজিদ, মাদ্রসা ও বিভিন্ন এলাকা থেকে সমাবেত হন আলেম-উলামা, ইমাম,মুয়াজ্জিন, মুসল্লি সহ নানা শ্রেণী পেশার মানুষ, মিছিলটি শাহদামড়ি বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রসায় এসে এক পথ সভা অনুষ্টিত হয়।
পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রসার সহকারী মৌলভী বিশিষ্ট আলিমে দ্বীন মাও.এ.কে.এম লুৎফুর রহমান খাঁনের সভাপতিত্বে মাও.শেখ ফজলুর রহমান ফয়েজীর পরিচালনায় বক্তব্য দেন, ফতেহ পুর ফুলকুড়িঁ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাও.হুসাইন আহমদ,পীরের গাঁও দারুল উলুম মাদ্রসার প্রধান পরিচালক মাও.অলিউর রহমান. চিতুলিয়ার মাদ্রসার প্রধান পরিচালক মাও.আব্দুল মন্নান, পীরের গাঁও মাদ্রসার হিফজ্জ শাখার প্রধান শিক্ষক হাফিজ সোলায়মান,
হাফেজ.মাও. হাবিবুর রহমান,হাফিজ তারিছ আলী, আমীর হামজা, এতে উপস্থিত ছিলেন পীরের গাঁও শাহ্ দামড়ি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ লিলু মিয়া,পীরের গাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, চকমনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান, চিতুলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী, ফতেহপুর জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ সাইদুর রহমান , মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ছালেহ আহমদ,মাওলানা শাহ জাহান কবির, মাওলানা ফরহাদ আহমদ, হাফেজ নাসির উদ্দীন, ছায়াদ আলী, রমজান আলী, মনজুরুল হক,আলী রাজ,মসুদ আলী, রসিম আলী, দবির আহমদ, রাশেদ আহমদ, আবু বক্কর, আফজল আহমদ, সজিব আহমদ, কাউছার আহমদ, বেলাল আহমদ সহ প্রমুখ।