বিশেষ সংবাদদাতা:- দেশে প্রতিমাসে গড়ে ২৬ জন বিচারবহির্ভূত (ক্রসফায়ার) হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতারের আগে ও পরে এসব ঘটনা ঘটছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ১৮২ জন, অর্থাৎ প্রতিমাসে গড়ে ২৬ জন ক্রসফায়ারে নিহত হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের ডকুমেন্টেশন ইউনিটের এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অভিযুক্ত আসামি গ্রেফতারের আগে গত সাত মাসে মোট ১৪৫ জন ক্রসফায়ারে নিহত হয়েছেন। তাদের মধ্যে র্যাব ৫৮টি, পুলিশ ৫৭টি, গোয়েন্দা পুলিশ ৮টি এবং বিজিবির হাতে ২২টি ক্রসফায়ারের ঘটনা ঘটে।
এছাড়া গ্রেফতারের পরে র্যাব একটি, পুলিশ ৩০টি, গোয়েন্দা পুলিশ ৫টি এবং বিজিবির হাতে একটি ক্রসফায়ারের ঘটনা ঘটে। এছাড়া শারীরিক নির্যাতনসহ অন্যান্যভাবে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।
More News Of This Category