,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

সুনামগঞ্জে ওএমএস চাউলের মূল্য বৃদ্ধি, জনমনে অসন্তোষ

মোঃ হুমায়ূন কবীরফরীদি# বিগত রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে সুনামগঞ্জের বিভিন্ন ডিলার পয়েন্টে বিতরণ করা ওএমএস’র চালের মূল্য দ্বিগুন করা হয়েছে। ইতিপূর্বে প্রতি কেজি চাউল ১৫টাকা ধরে বিক্রি করা হলেও এখন বিক্রি হচ্ছে ৩০টাকায়। হঠাৎ মূল্য বৃদ্ধিতে জেলার ১১০ টি কেন্দ্রেই ক্রেতা ও ডিলারদের মধ্যে ভুল বুঝাবুঝি ও কথা কাটাকাটি হয়েছে। দাম বৃদ্ধি ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ। অনেক স্থানে চাল না নিয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন অনেকে।

জানা যায়, বোরো ফসলহানীর পর নিম্ন আয়ের মানুষজন ও কৃষকদের খাদ্য সহায়তা দেবার জন্য বিগত ৯ এপ্রিল থেকে জেলাব্যাপি ওএমএস’র চাল বিক্রি শুরু হয়। ১৫ টাকা কেজি’র এই চাল কেনার জন্য প্রতিদিন শত শত মানুষ ডিলারদের বিক্রয় কেন্দ্রে গভীর রাত থেকে লাইনে দাঁড়ান। প্রতিটি ডিলার ২শত জনকে জনপ্রতি ৫ কেজি চাল দিতেন। বিগত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ওএমএস’র চাল ১৫ টাকা কেজিতে কিনেছেন ক্রেতারা। শনিবার চাল বিক্রি বন্ধ থাকে। রোববার সকালে ওএমএস কেন্দ্রে এসে চাল কেনার জন্য লাইনে দাঁড়ান ক্রেতারা। চাল নেয়ার পর জানতে পারেন চালের দাম বেড়েছে। কেজি প্রতি দিতে হবে ১৫টাকার স্থলে ৩০টাকা।

সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতা খালি হাতে ফিরে গেছেন। আবার অনেকে অর্ধেক চাল নিয়েছেন। জগন্নাথপুর উপজেলা সহ সুনামগঞ্জের সর্বত্র ওএমএসর চালের দাম বাড়ার পর লোকজনের উপস্থিতি কমে গেছে বলে বিভিন্ন সুত্রে জানাগেছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি ডিলার ফখরুল হোসেহ জানান, প্রতিদিন মানুষের ভীড়ের জন্যু চাল দিতে কষ্ঠ হতো। কিন্তু দাম বাড়ার পর লোকজন নেই বললে চলে। চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, এটি সরকারের সিদ্ধান্ত। সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রেজওয়ান আহমদ বলেন, দাম বেড়ে যাওয়ায় অনেকেই চাল কিনেছেন আবার অনেকেই না কিনে বাড়ি ফেরৎ চলে গেছেন। বর্ষা মৌসুমে হাওর এলাকায় এমনিতেই কাজ কম। অনেকেই বেকার থাকতে হয়। যারা কাজ পায় তারও মুজুরি বেশি পায় না। এ অবস্থায় চালের দাম ১৫টাকা রাখার দাবি জানান হাওরবাসী। । জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, শনিবার(১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ জানান ১৫ টাকার স্থলে ৩০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে চালের মূল্য। রাতে যেখানে যেখানে সম্ভব মাইকিং করা হয়েছে। তিনি আরও জানান, ওএমএস কেন্দ্রে যেসব চাল দেওয়া হচ্ছে, বাজারে ঐ চালের কেজি ৪০ থেকে ৪২ টাকার নিচে নয়

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬