মোঃ হুমায়ূন কবীর ফরীদি#
সুনামগঞ্জ জেলা সদরের সাথে সংযোগ স্থাপনকরী জগন্নাথ পুর টু পাগলা সড়কের জগন্নাথ পুর পৌর এলাকার হাসিমাবাদ গ্রাম সংল্গন এলাকায় প্রায় শতাধিক ফুট এড়িয়া নিয়ে সড়কের বেশীর ভাগ অংশ ধসে পড়েছে। বাকি অংশ টুকু ও ধসে পড়ার উপক্রম। যে কোন মুহুর্তে যোগাযোগ বিচ্ছিন্নহওয়ার আশংকা বিদ্যমান। গত সোমবার দিবাগত রাত হটাৎ করে এই অবস্থার সৃষ্টি হলেও গতকাল বিকাল থেকে পূনঃনির্মনান কাজ চলিতেছে। আজ ২ রা আগষ্ট সরজমিনে দেখা যায়, যদিও সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের উদ্যোগে বাঁশ- গাছের আঁড় ও মাটি ভর্তি বস্তা ফেলে পূনঃনির্মানের কাজ চলছে। অবশিষ্ট অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ধসে যাওয়া বাকী অংশ দিয়ে জীবনের ঝুকি নিয়ে জন- সাধারন ও ছোটছোট যানবাহনে চলাফেরা করলেও বড় যানবাহন গুলো প্রায় বন্ধ রয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের কবলে জগন্নাথ পুর বাসী।
More News Of This Category