প্রথম বন্ধু
কবি রুহেল আহমদ
অতীত কালের বন্ধু তুমি আজও প্রাণের প্রিয়
তুমি ছাড়া প্রথম বন্ধু কে ছিল আর বল।
জানিনা কোন আচারণে ভুল করেছি আমি
হঠাৎ করে ভিন্ন করে চলে গেলে তুমি।
তোমার কথা সর্বসদা মনে পড়ে তাই
এত মায়া ভুলে আমি কোথায় বলো যাই।
সুখ সাগরে আছ বলে অতীত ভুলে গেলে
এ হৃদয়ে দুঃখ্য ছাড়া কি বল আর দিলে।
নিশি রাতে ঘুম ভেঙ্গে যায় তোমার কথা ভেবে
অতীত কথা স্বরণ হলে রাত্রী যায় মোর চলে।
ভোর প্রহরে নানা পাখি ডাকে নানান সুরে
ছেয়ে থাকি পরাণ বন্ধু আসে যদি ফিরে।
যার কারনে সোনার দেহ পুড়ে হইল চাই
সে বীহনে এ জীবনে বাছার তো স্বাদ নাই।
আর কতদিন বেছে থাকব জানিনা আর আমি
হঠাৎ একদিন চলে যাব ক্ষমা কর তুমি।
দিনের শেষে ছেয়ে দেখি নাই যে মোর বেলা
রুহেল কবির সব সাধনা তুমি কেড়ে নিলা।
Jt.s
More News Of This Category