মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদকঃ
মহামারী মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ সহ নানাবিধ কারণে দেশের মসজিদ গুলোর ইমাম ও মোয়াজ্জিনদের দান সহ অন্যান্য সাহায্য- সহযোগিতা কমে যাওয়ায় তাদের আয় হ্রাস পেয়েছে । যার পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী বিবেচনা করে ইমাম- মোয়াজ্জিনদের অনুদান দিচ্ছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বর্তমান সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান পরিস্থিতিতে ইমাম মোয়াজ্জিনদের আর্থিক অসচ্ছলতা দূর করার লক্ষে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রত্যেক মসজিদের অনুকূলে ইমাম ও মোয়াজ্জিনগণের জন্য পাঁচ হাজার টাকা হারে এ অনুদান দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর সভা সহ মোট ৫০০ টি মসজিদের অনুকূলে ইমাম ও মুয়াজ্জিনগণ পেয়েছেন প্রধানমন্ত্রীর অনুদান। ৩রা জুন বুধবার ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা শাখা ইসলামীক ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুহিবুর রহমান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং ইমাম মোয়াজ্জিনগণ এর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান এর চেক তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর আওয়ামী পরিবারের অভিভাবক প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার মসজিদ গুলোর অনুদান প্রাপ্ত ইমাম ও মোয়াজ্জিনগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ।
জামাল/এস/এস
More News Of This Category