দৃক নিউজ২৪ ডেস্ক:- অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতীয় ছবির ব্যস্ততা নিয়ে বেশ সুসময় পার করছেন তিনি। বহুমাত্রিক চরিত্রে কাজ করে প্রশংসিতও হচ্ছেন। এর ধারাবাহিকতায় আবারও ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ তারকা। মানসিক রোগীর চরিত্র। ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। এটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা অর্ণব পাল। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এ ছবির গল্পে দেখা যাবে ব্যক্তিত্বের বিকার সমস্যায় ভুগছেন জয়া। ডাক্তারের পরামর্শে ঘুরতে যান বাইরের এক দেশে। ঘুরতে গিয়ে জড়িয়ে পড়েন এক দুর্ঘটনার সঙ্গে। আসে থানা পুলিশ। এ ঘটনা তাকে আদালত পর্যন্ত নিয়ে যায়। ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দারুণ একটি গল্প। গল্পের কারণেই এতে অভিনয় করছি। এ ধরনের চরিত্র শিল্পীকে অনেকদিন বাঁচিয়ে রাখে বলে আমার বিশ্বাস।’ ছবিতে আরও অভিনয় করছেন চিরঞ্জিত, রাজেশ শর্মা প্রমুখ। এদিকে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ‘ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য এ সম্মাননা পেয়েছেন তিনি। ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এ উৎসবে ‘বিসর্জন’ সেরা ছবিরও পুরস্কার পায়।
এর আগে ‘বিসর্জন’ ছবির জন্য ‘ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড’ (আইবিএফএ) আয়োজনে ক্রিটিক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া।
More News Of This Category