সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে নদী খাল সহ সরকারি ভুমি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ দুইটি ফাস্টফুড এর দোকান থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর উপস্থিতিতে ও জগন্নাথপুর থানার এসআই মোঃ লুৎফুর রহমান সহ এক দল পুলিশ এর সহযোগিতায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া – তেলিকোনা সড়কের সাদিপুর পয়েন্টে সরকারি ভূমির ওপর নির্মিত ২টি, শ্রীধরপাশা গ্রাম এলাকায় পয়েন্টে ২টি ও সাংগিয়ার গাঁও গ্রামের সরকারি গোপাটে ১টি সহ মোট ৫টি টিনসেট দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার আইনে কলকলিয়া বাজারস্থ দুইটি ফাস্টফুড এর দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত বলেন, ধারাবাহিক ভাবে সমগ্র উপজেলা ব্যাপী সরকারি খাল, নদী সহ ভুমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জামাল/এস/এস
More News Of This Category