মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৯ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ৮ ই অক্টোবর রোজ মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন নদ-নদী ও খালে প্রতিমা বিসজর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে বিপুল ভক্ত সমাগম ও দর্শনার্থীদের উপস্হিতির পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্হিতি ছিল লক্ষনীয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,জগন্নাথপুরের প্রতিটি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শান্তিতে উদযাপিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জামাল/এস/এস
More News Of This Category