নিজস্ব প্রতিবেদক:- ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের জায়গা হস্তান্তর অনুষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশন এর মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই অক্টোবর (সোমবার) দুপুরে প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা পরিষদের জমি উপজেলা মডেল মসজিদের জন্য ইসলামিক ফাউন্ডশন সুনামগনজ জেলা কার্যালয়ের উপ পরিচালক জনাব আবু সিদ্দিকুর রহমান ও স্থানীয় সরকারের গণপুর্ত বিভাগের সুনামগঞ্জ বিভাগীয় প্রকৌশলী জনাব আঃ আলীম এর কাছে জমির কাগজ হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম।
এসময় আরো উপস্থিত উপ সহকারী প্রকৌশলী জনাব এনামুল হক ।
সকালে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা উপজেলা সদর মসজিদে অনুষ্ঠিত হয়।
সমন্ময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার টেইনার জনাব মাও: আশরাফ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সুপারভাইজার সোহেল মাহমুদ। উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মো: মুহিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: ফজলুল করিম ও উপজেলার সকল স্তরের শিক্ষকগণ।
সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম গতিশীল করতে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে একাত্ততা প্রকাশ করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে ও সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করা হয়।
জামাল/এস/এস
More News Of This Category