দৃক নিউজ২৪, রাজশাহী:- পাসপোর্ট নিয়ে আর দুর্নীতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শহিদুজ্জামান বলেন, পাসপোর্ট মানুষের অধিকার। তাই পাসপোর্টের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আমি নতুন যোগ দিয়েছি এখানে। পাসপোর্টের প্রধান অফিস পরিদর্শন করেছি। জেলাগুলোও পরিদর্শন করছি। পাসপোর্ট পেতে ভবিষ্যতে মানুষকে ভোগান্তি পেতে হবে না। এটি একেবারেই কমে যাবে।
সচিব বলেন, ঢাকায় প্রিন্ট করতে দেরি হলেও অনেক সময় মানুষ মনে করে জেলা অফিস থেকে পাসপোর্ট ডেলিভেরি দেয়া হচ্ছে না। সেজন্য পাসপোর্টে প্রিন্টের তারিখ বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে পাসপোর্টে প্রিন্টের তারিখ লেখা থাকবে। তাহলে জেলা অফিসও আর বলতে পারবে না পাসপোর্ট প্রিন্ট হয়ে আসেনি। এতে পাসপোর্টের ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়বে।
তিনি বলেন, পাসপোর্ট পেতে কিছু সমস্যা হচ্ছে। বিভিন্ন অফিসে গিয়ে আমি এসএমএসগুলো দেখছি। আমরা সমস্যাগুলো চিহ্নিত করছি। এর মূল উৎপাটন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। পাসপোর্টও পিছিয়ে থাকবে না। এ লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।
More News Of This Category