মোঃ হুমায়ূন কবীর ফরীদি#
লন্ডনস্থ মায়ানমার দূতাবাস ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
বৃহস্পতিবার (৭ ই সেপ্টেম্বর) মায়ানমারের সরকারী বাহিনী ও বৈদ্ধ কর্তৃক রোহিঙ্গাদের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে লন্ডনস্থ মায়ানমার দূতাবাস ঘেরাও করা হয়েছে। লন্ডন প্রবাসী হারুনুজ্জামান মুটোফোনে জানান, কয়েকটি সংগঠনের নামে মায়নমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মায়ানমার দূতাবাস ঘেরাও, মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর অনুমতি নেয়া হলেও মূলত সেখানে প্রবাসী বাংলাদেশীরাই অংশ নেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন ভয়েস ফর জাস্টিসের সভাপতি প্রবীণ সাংবাদিক কে এমআবু তাহির চৌধুরী, মাহবুব আলী খানসুর, সামশুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে, মায়ানমারের সরকারীবাহিনী ও বৈদ্ধ কর্তৃক নিরীহ রোহিঙ্গা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং জাতিসংঘ সহ বিশ্ববাসীকে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য উদত্ব আহবান জানিয়েছেন।
More News Of This Category