,

শীত সকাল : রুয়েল আহমদ

শীত সকাল
রুয়েল আহমদ

শীত সকালে পূর্ব দিকে
সূর্য হেসে উঠে,
সূর্যে আলোয় সবার মুখে
মুক্তা ঝরে পরে।

পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায়
রাত পোহানোর সারা,
জেগে দেখি সাত সকালে
নানা রূপের খেলা।

সবার আগে আকাশ পানে
ছেয়ে দেখি আমি,
সোনার বাংলায় লাল সবুজে
করছে মাখামাখি।

সবুজ বনে মিশে আছে
শীত সকালের মেলা,
রূপ সিন্ধু দেখতে দেখতে
চলে যায় যে বেলা।

নদীর পাড়ে গেলাম আমি
জল সাগরের কাছে,
মাঝিরা সব শীত সকালে
মাছ ধরতে আসে।

সোনার তরী বায় যে মাঝি
সুরে গায় গান,
ভাঠিয়ালী গানে আমার
ভরে যায় যে প্রাণ।

রুয়েল কবি ভাবতে থাকে
বসে একা একা,
কি সুন্দর এই বসুন্ধরা
গড়িয়াছেন একা।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১