,

জগন্নাথপুরে ‘বানিজ্য মেলা” এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে বাণিজ্য মেলার নামে সরকারি স্কুল মাঠ দখল করে লটারি খেলার আয়োজন নিয়ে এলাকায় তোলপাড় এবং জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশংকা বিরাজমান ।
জানাযায়, আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে প্রায় এক মাস ব্যাপী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠে বাণিজ্য মেলার নামে লটারি খেলার আয়োজন করা হয়েছে। বিগত কয়েক দিন ধরে এই স্থানে মেলার প্যাল্ডেল নির্মাণ কাজ চলছে । তা দেখে প্রতিবাদী জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।মেলাটি বন্ধের দাবি জানিয়ে ১২ ই ফেব্রুয়ারী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে গণ-স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে অত্র এলাকার প্রতিবাদীরা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তি তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, বানিজ্য মেলার নামে কতিপয় স্বার্থান্বেষী মহল নিজ স্বার্থ হাসিলের তাগিদে বানিজ্য মেলার নামে সরকারি স্কুল মাঠে লটারি খেলা নামক জুয়ার আসর বসাচ্ছে। সামনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় শিশু-কিশোর খেলাধুলা সহ নানামুখী অনুষ্ঠানের আয়োজন এই মাঠেই করে থাকে।মেলাটি বন্ধের জন্য প্রশাসনের দারস্থ হয়েছি।প্রশাসনিক ভাবে মেলাটি বন্ধ করা হবে বলে তাঁরা আশাবাদী।
অপ্রিয় হলেও সত্য যে ১৫ ই ফেব্রুয়ারী থেকে মেলার নামে স্কুল মাঠ বেদখল হওয়ায় স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় গ্রামের শিশু-কিশোররা ফুটবল-ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা হতে বঞ্চিত হচ্ছেন। বিদায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনে কর্তব্যরত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১