মোকশেদুল হাসান অবাক:- গত ছয় বছরের ক্যারিয়ারে আরিয়ান নির্মাণ করেছেন ৪৫টি নাটক। যার সব ক’টিই তৈরি হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য। ঠিক এই পর্যায়ে এসে তিনি ভাবলেন, এবার ব্যক্তিগত শখের জায়গা থেকে একটা নাটক বানানো দরকার।
আরিয়ানের ভাষ্যে, ‘সপ্তাহ খানেক আগে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি (Mizanur Aryan) ১ লাখ সাবসক্রাইবার অতিক্রম করেছে। এটা আমার জন্য আনন্দের খবর। কারণ, এখানে আমার নাটকের কিছু ট্রেলার, গান ছাড়া বিশেষ কিছুই নেই। তবুও লাখ মানুষের এমন ভালোবাসা পেয়েছি। এতে আমি মুগ্ধ। তাই ভাবছি, নিজের ইউটিউব চ্যানেলের এই নিবেদিতপ্রাণ মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত। যেটা হবে উপহারের মতোই। সেই ভাবনা থেকেই একটি নাটক বানানোর পরিকল্পনা করছি।’
আরিয়ান আরও বলেন, ‘আমার নির্মিত প্রায় ৯৮ ভাগ নাটকের গল্প-চিত্রনাট্য নিজেই লিখেছি। তবে এবার চাই সাধারণ দর্শকদের গল্প থেকে নাটকটি বানাতে। এর মাধ্যমে যদি একজন চিত্রনাট্যকারও বেরিয়ে আসেন- সেটা কম অর্জন কোথায়? আর আমি ভাবছি, এখন থেকে সারা বছর বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্যেও নাটক নির্মাণ করবো। তবে সেটি একটির বেশি নয়।’
আরিয়ান জানান, বিশেষ এই নাটকটির জন্য ৩০ অক্টোবরের মধ্যে যে কেউ তার জীবনে ঘটে যাওয়া অথবা নিজের লেখা ভালোবাসার গল্প লিখে পাঠাতে পারবেন এই ঠিকানায়- aryanfilms08@gmail.com।