,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

হারিকেন হার্ভে ভয়াবহ বিপর্যয় ঘটাবে : টেক্সাস মেয়র

দৃক নিউজ২৪ ডেস্ক :-  হারিকেন হার্ভের আঘাতে টেক্সাসে ভয়াবহ বিপর্যয় ঘটতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট।

মেক্সিকো উপসাগরে এর শক্তির ধরন দেখে বলা হচ্ছে, হারিকেন হার্ভে ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়। শুক্রবার রাত ১০টা নাগাদ প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের মাধ্যমে টেক্সাসের ভূভাগে আঁছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছিল আবহাওয়া অফিস।

হারিকেন হার্ভে গত ১২ বছরের মধ্যে টেক্সাসের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে এই রাজ্যের প্রায় ১ হাজার ৮০০ মানুষ মারা গিয়েছিল।

এই ঝড় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্র সরকারের কাছে আরো বেশি সহায়তা চেয়েছেন গভর্নর অ্যাবোট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় বাসিন্দাদের কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে অনুরোধ করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, এই ঝড়ে হিউস্টন শহরের ভেতরে ও বাইরে জীবনবিনাশী বন্যা হতে পারে। সন্ধ্যা ৬টা নাগাদ কর্পাস ক্রিস্টির ৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল হারিকেন হার্ভে। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, হারিকেন হার্ভের প্রভাবে ৪০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলে ১২-১৩ ফুট ঢেউ আঁছড়ে পড়তে পারে। গভর্নর অ্যাবোট তার রাজ্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করে তা মোকাবিলায় কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছেন।

গভর্নর অ্যাবোট বলেছেন, হার্ভে এখন খুবই বিপজ্জনক ও জটিল হারিকেনে পরিণত হচ্ছে। এটি টেক্সাসের তেল শোধনাগারকেন্দ্রে আঘাত করতে পারে এবং কর্পাস ক্রিস্টিতেও আঘাত হানতে পারে। কর্পাস ক্রিস্টির ৩ লাখ ৫০ হাজার বাসিন্দা ঝুঁকির মুখে রয়েছে। অ্যাবোট আশঙ্কা করছেন, এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্র মনে করছে, মূল ভূভাগে হারিকেন হার্ভের ক্যাটাগরি হবে ৩। কারণ ভূভাগে আঘাত করার পরপর এর শক্তি কমে যেতে থাকে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬