,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

কী দুর্দশা চলছে বলিউডে!

দৃক নিউজ২৪ ডেস্ক:-

এক প্রেম কথা’ সিনেমা মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। শ্রী নারায়ণ সিং পরিচালিত ছবিটি এ কদিনে আয় করেছে ৫১ কোটি ৪৫ লাখ রুপি। সিনেমাটি হিট হওয়ার পথে। আর এ যে কারণে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে বলিউড। চলতি বছর ‘বাহুবলী ২’ ধুন্ধুমার ব্যবসা করলেও আর কোনো ছবি যে সেভাবে ব্যবসা করতে পারেনি। বলিউডে ব্যবসার দিক দিয়ে টানা এমন ব্যর্থতা এল অনেক দিন পর।

বলিউডে বক্স অফিস কাঁপানো কম সিনেমা আসেনি। গত বছর আমির খানের ‘দঙ্গল’ মুক্তির প্রথম তিন দিনেই টপকে গিয়েছিল শতকোটি রুপি আয়ের মাইলফলক। পঞ্চম দিনে তা ছুঁয়েছে ১৫০ কোটি রুপির ঘর, অষ্টম দিনে ২০০ কোটি রুপি। এ ছাড়া মুক্তির চার দিনের মধ্যে ১৪২.৬ কোটি রুপি আয় করেছিল সালমান খানের ‘সুলতান’। কিন্তু চলতি বছর শোচনীয় সময় পার করছে বলিউডের ব্যবসাপাতি। ‘ফ্লপ’ সিনেমার মরুভূমিতে সুপারডুপার হিট বলতে ‘বাহুবলী ২’-ই সবেধন নীলমণি মরূদ্যান।
সিনেমা হলের আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ছবির প্রদর্শক থেকে পরিবেশক মহল। ভীষণ উচ্চাভিলাষী পরিচালকেরাই শুধু ‘বাহুবলী ২’-এর সঙ্গে পাল্লা দেওয়ার অঙ্ক কষছেন। কিন্তু বক্স অফিস কাঁপানোর দিক থেকে এস এস রাজমৌলির ‘বাহুবলী ২’র ধারেকাছেও নেই আর কোনো ছবি। গত ২৮ এপ্রিল তেলেগু সিনেমা ‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার পর এই কয়েক দিনে ছবিটির আয় ছাপিয়ে গেছে ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক।
তা-ও বাহুবলী ঠিক বলিউডের ছবিও নয়। মূল ছবি তেলেগু, সেটি করন জোহরের প্রযোজনা সংস্থা হিন্দি ভাষায় মুক্তি দেয়। ‘বাহুবলী ২’-এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘রইস’, যার মোট আয় ৩০০ কোটি রুপিই ছোঁয়নি। এ থেকেই অনুমান করে নিতে পারেন, কী দুর্দশা চলছে বলিউডে! গড়পড়তা হিট ছবিরও শূন্যতা চলছে বলিউডে।
গত মার্চে মুক্তিপ্রাপ্ত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমা প্রসঙ্গে ‘হাফিংটন পোস্ট’-এর ভারতীয় সংস্করণের ফিচার সম্পাদক পিয়াশ্রী দাসগুপ্তের মন্তব্য, ‘“বদ্রিনাথ কি দুলহানিয়া”কে ভালোবাসার গল্প বলা হলে, আমি নিশ্চিন্তে নিজেকে নিল আর্মস্ট্রং দাবি করতে পারি। আপনারাও নিজেদের বারাক ওবামা, কিংবা এসি বক্সের যে ঘড়ঘড় শব্দ, তাকে ফাল্গুনি পাঠক দাবি করতে পারেন।’
শাহরুখ-আনুশকার জুটি এবার ‘রব নে বানা দি’ হয়নিবলিউডের বক্স অফিসকে বহুদিন ধরে পর্যবেক্ষণ করছেন ভারতীয় সিনেমার বিশিষ্ট সমালোচক, বলিউডের ধারা বিশেষজ্ঞ তারান আদর্শ। তাঁর মতে, ‘চলতি সময়ে হিট ছবির জন্য মরিয়া বলিউড।’ আশ্চর্যের ব্যাপার হলো তারকাসমৃদ্ধ ছবিও মুখ থুবড়ে পড়ছে। অমিতাভ বচ্চনের ‘সরকার থ্রি’, সালমান খানের ‘টিউবলাইট’, রণবীর কাপুরের ‘জগ্গা জাসুস’ এমনকি শাহরুখ খানের ‘যাব হ্যারি মেট সজল’ও সেভাবে ব্যবসা করতে পারেনি। তারান আদর্শের যুক্তি, ‘এখন তারকা জৌলুশও যথেষ্ট নয়।’
শাহরুখের ‘জাব হ্যারি মেট সজল’ মুক্তির প্রথম চার দিনে আয় করেছে ৫২.৯০ কোটি রুপি। শাহরুখের তুলনায় আয়ের অঙ্কটা সে রকম নয়। গত ২৬ জুন মুক্তিপ্রাপ্ত সালমানের ‘টিউবলাইট’ বক্স অফিসে শতকোটি রুপির বেশি আয় করলেও তা ‘সুলতান’-এর ধারেকাছেও নেই। সবকিছু মিলিয়ে বক্স অফিসে ‘টিউবলাইট’-এর আলো জ্বলেনি। আরেকটি বড় বাজেটের ছবি ‘জগ্গা জাসুস’ ৫০ কোটি রুপি আয়ের ঘরে এসে মুখ থুবড়ে পড়েছে।
বলিউডের এমন দুর্দশা ভাবাচ্ছে তারান আদর্শকে, ‘“টিউবলাইট”, “জগ্গা জাসুস”, “মুন্না মাইকেল”, “যাব হ্যারি মেট সজল”…বলিউড সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হিটের জন্য মরিয়া। বিশ্রী ব্যাপার হলো, বড় তারকারা প্রত্যাশামতো সাফল্য পাচ্ছেন না। দয়া করে দর্শকদের দোষ দেবেন না। সমস্যাটা অন্যখানে। ডাকসাইটে তারকাদের একটা ভালো গল্প দরকার এবং তার দৃষ্টিনন্দন চিত্রায়ণ। শুধু তারকা ইমেজ এখন আর যথেষ্ট নয়।’ সূত্র: এনডিটিভি, হাফিংটন পোস্ট ইন্ডিয়া।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬