এই বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন প্রায় ২০ হাজারেরও বেশি ট্রাক চালক। যারা ট্রুডোর বাড়ি ঘেরাও করে ক্রমাগত হর্ণ বাজিয়ে প্রকাশ করেন নিজেদের বিরক্তি। প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ কনভয় তৈরি করে এই বিক্ষোভে আসেন এই ট্রাক চালকরা। স্বাধীনতার দাবিতে পতাকা নাড়তে নাড়তে নিজেদের এই কনভয়ের নাম তারা দিয়েছেন ‘ফ্রিডম কনভয়’।
এই বিক্ষোভের জেরে রাস্তায় যানজট এবং শব্দদূষণে একদম অতিষ্ঠ হয়ে ওঠেন অটোয়াবাসী। এদিকে ট্রাকচালকরা এই আন্দোলন শুরু করলেও শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীরাও এতে অংশ নেন। কেউ কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, কেউ আবার ট্রুডোকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।