দৃক নিউজ২৪, ডেস্ক:- পঞ্চাশ বছরের পথচলায় বাংলাদেশ এখনই সেরা সময় পার করছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার ঢাকায় বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি।
মান্নান বলেন, “বাংলাদেশে চমৎকার ভালো সময় যাচ্ছে। আমার জীবনে এমন সময় আর দেখিনি। পাকিস্তানি সময়েও এমন সময় আসেনি, তখন তো বলতে গেলে মরুভূমি পরিস্থিতি ছিল। চিন্তা চেতনার একটা বন্ধ্যাত্ব ছিল।”
তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এখন স্বীকার করার সময়। সোনার বাংলা, সুন্দর বাংলা, অসাম্প্রদায়িক বাংলা, মানবতার বাংলা সর্বপরি মানবজাতির সঙ্গে মিলিয়ে চলার বাংলা গঠনের এটাই সর্বশ্রেষ্ঠ সময়।
“এই সময়টাতে বিশাল পরিবর্তন হচ্ছে আমাদের জীবনে। সর্বশেষ এক দশক বা ১২ বছরে অর্জন আগের ৪০ বছরের চেয়েও বেশি। এটা আমাদের কৃষক, শ্রমিক, মজুর, প্রবাসী সবার পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। সর্বোপরি নেতৃত্বের ধারাবাহিকতার ফলেই এটা সম্ভব হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সাহসী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।”
বঙ্গবন্ধুর মর্মকথা, তথ্য প্রযুক্তির স্যাটেলাইট, অর্থনৈতিক গতিশীলতায় জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থনৈতিক উন্নয়নের গতিধারায় বাংলাদেশ শীর্ষক চারটি বইয়ের মোড়ক উন্মোচন হয় অনুষ্ঠানে।
পরিকল্পনামন্ত্রী বলেন, “লেখক একজন বহুমুখী মানুষ। সমসাময়িক সবগুলো বিষয় নিয়ে তিনি গবেষণার মনোভাব নিয়ে চিন্তা করেন, ভাবেন।”
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আফজাল হোসেন বক্তব্য রাখেন।
More News Of This Category