,

সৌদিতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

দৃক নিউজ২৪, সৌদি আরব:- সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও এক হাজার ১৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট হাজার ২৭৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সৌদিতে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। এখন পর্যন্ত সুস্থ বাসায় গেছেন এক হাজার ৩২৯ জন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, মুসলিম দেশে হিসেবে গত ২৪ ঘণ্টায় পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাবের শুরুর দিকে সৌদিতে করোনার প্রকোপ বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা।

এদিকে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জন বাংলাদেশি মারা গেছেন সৌদিতে।

পাশাপাশি করোনাভাইরাস রোধে সৌদি আরবের রিয়াদসহ অনেক প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ চলছে। বাকি প্রদেশগুলোতে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ চলমান।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১