,

জগন্নাথপুরে লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান সম্পন্ন


সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে ‘লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’র উদ্যোগে ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহ সম্মেলন সম্পন্ন এবং হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অবস্থিত’ লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’র উদ্যোগে এবং সাংগিয়ার গাও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া গ্রামবাসীর আয়োজনে ৭ ই মার্চ শনিবার দুপুর ১২ ঘটিকা হইতে দিবাগত মধ্যরাত পর্যন্ত অত্র মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ এর মাঠে মাদ্রাসার ফাউন্ডার মেম্বার যুক্তরাজ্য প্রবাসী কলকলিয়া গ্রাম নিবাসী জনাব মোঃ ফজর আলী ও ঘিপুড়া গ্রাম নিবাসী মোঃ সফর আলী সাহেব এর সভাপতিত্বে বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন ও কোরান হিফয সম্পন্নকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে পাগড়ি এবং বোরকা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অত্র মাদ্রাসার কোরান হিফয সম্পন্নকারী ছাত্র হাফিজ মোঃ মেহেদী হাসান, হাফিজ মোঃ জয়নূল হক, হাফিজ মোঃ ইকবাল হোসেন, হাফিজ মোঃ ছাদিকুর রহমান, হাফিজ মোঃ সাকিল আহমদ, হাফিজ মোঃ সিয়াম আহমআহমদ ও হাফিজ মোঃ নাজির হুসেন এর মাথায় পাগড়ি পড়িয়ে দিয়েছেন সম্মেলন এর বিশেষ অতিথি ঢাকা বায়তুল আলাই জামে মসজিদ এর খতিব হযরত মাওঃ সৈয়দ মোঃ রাকিব আল হেলালী সাহেব।

এ সময় অত্র মাদ্রাসার প্রধান হাফিজ মোঃ লুৎফুর রহমান, বালিকান্দী গাজীপাড়া জামে মসজিদ এর ইমাম হযরত মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাবেক মেম্বার মোঃ আজিজুল হক, মোঃ নাইওর মিয়া, মোঃ আব্দুস সোবহান ও মোঃ লিয়াকত আলী সহ ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরামগন উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে পবিত্র কুরআন এর আলোকে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত পেশ করেন হযরত মাওঃ শহিদুল ইসলাম বিল্পবী , বিশেষ বক্তা হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন হযরত মাওঃ জালাল শাহ আল কাদরী সাহেব বি- বাড়ীয়া।

আরো ওয়াজ নসিহত পেশ করেন হযরত মাওঃ হাফিজ মোঃ সুহেল আহমদ,হযরত মাওঃ আব্দুর রহমান গুলজারী,হযরত মাওঃ হাফিজ আনোয়ার হোসেন,হযরত মাওঃ হাফিজ শামসুল ইসলাম, হযরত মাওলানা হাফিজ শুয়াইবুর রহমান ও হযরত মাওঃ হাফিজ মোঃ আজিজুল হক প্রমূখ।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩২
  • দুপুর ১১:৫৭
  • বিকাল ৪:১৯
  • সন্ধ্যা ৬:০৬
  • রাত ৭:২০
  • ভোর ৫:৪৪