নিজস্ব প্রতিবেদক #
মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ বাংলাদেশী সহ- অবৈধ বাংলাদেশীকে সাহায্য সহযোগিতা করে দেশে পাঠানো এবং কোনো বাঙ্গালী মালয়েশিয়ায় মারা গেলে তার লাশ দেশে পাঠানো সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করার উদ্দ্যশ্য নিয়ে গত জানুয়ারী ২০১৬ ইং তারিখ এ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী তরুনেরা ” সিলেটী জনকল্যাণ পরিষদ ” নামক সংগঠন গঠন করেছেন।
উল্লেখ্য ২০১৬ সনে প্রতিষ্টিত হলেও সাংগঠিন অবকাঠামো গঠন, সিলেটি প্রবাসীদের একত্র করন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানান পরিষদের সভাপতি তারেকুজ্জামান তিনি আরো জানান এবার সেপ্টেম্বরের ২০১৭ ইং শুরু থেকে মালেশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশীকে সহযোগিতা করে আসছে পরিষদটি।
প্রকাশ ” সিলেটী জন কল্যাণ পরিষদ” এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সাধারন সম্পাদক ও সম্মানিত সদস্য বৃন্দ হচ্ছেন যথাক্রমে, সভাপতি: তারেকুজ্জামান (শাহানুর) সহ-সভাপতি: সেলিম আহমেদ, হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক: আতিকুল ইসলাম, অর্থ-সম্পাদজুনেদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক:- এনামুল হক। সহ-সাংগঠনিক সম্পাদক : আলী আহসান আবিদ।.. ধর্ম সম্পাদক : মো: কনর আলী। সহ- ধর্ম সম্পাদক: তুফাজ্জুল হক। তথ্য ও যোগাযোগ সম্পাদক : আল-আমীন। প্রচার সম্পাদক: উজ্জ্বল হুসেন। সদস্য: জুয়েল, বুরহান, নাজমুল, জামিল, সজীব, কুতুব, ইকবাল মামুন প্রমুখ।
More News Of This Category