,

ব্রিটেনের এমপি নির্বাচিত হলেন জগন্নাথপুরের মেয়ে আপসানা

নিজস্ব প্রতিবেদক:- পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রথবারেই জয় পেলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে আপসানা বেগম।

এ আসনটিতে দলের একটি বড় অংশের বিরোধিতা মোকাবিলা করে মনোনয়ন নিশ্চিত করলেও আপসানা ব্রিটিশ এমপি হয়েছেন সহজেই। ৩৮ হাজার ৬৬০ ভোট পান তিনি। এবার প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বংশোদ্ভূত এই আসন থেকে এমপি নির্বাচিত হলেন।

আপসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা পপলার অ্যান্ড লাইমহাউসে। তার পৈতৃক বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকায়।

আপসানা বেগম লন্ডনের কুইনমেরী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ে ডিগ্রিধারী ও একজন লেবার পার্টি প্রধান জেরেমী করবিন সমর্থিত রাজনীতিক। তিনি ইস্ট লন্ডনেই বড় হয়েছেন ও লেখাপড়া করেছেন। আপসানা টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়ে।

এছাড়া আপসানা বেগম লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ও দলটির লন্ডন অঞ্চলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনিই প্রথম বাঙালি বংশোদ্ভূত।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১