কালের ঢোল:- জগন্নাথপুরে “কেয়ার বাংলাদেশ” এর উদ্যোগে গর্ভকালীন সময়ে মাতৃমৃত্যু রোধে সচেতনতা মূলক নাটিকা “পথের দিশা” মঞ্চস্থ হয়েছে।
সোমবার(১২ ই নভেম্বর) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “কেয়ার বাংলাদেশ” এর উদ্যোগে গর্ভকালীন সময়ে মাতৃমৃত্যু রোধে সচেতনতা মূলক নাটিকা “পথের দিশা” মঞ্চস্থ হয়েছে।কেয়ার এর নাট্য কর্মিরা নাটিকা’য় অভিনয় করেন।
এ সময় উপস্হিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু ডাঃ মধু সুধন ধর, পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তারা মিয়া, পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মোঃ হারুন মিয়া,সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃআব্দুল হক, মোঃশাহজাহান মাহমুদ প্রমূখ।।
এ সময় এলাকার গর্ভবতি মহিলারা উপস্হিত থেকে নাটিকা’টি মনোযোগ সহকারে অবলোকন করেন।