দৃক ডেস্ক:- সিলেটের জকিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মুহিবুর রহমান মুছা (২২) নামের এক যুবককে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩০ জুলাই) ভোরে জকিগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার বাটিশ্রীপুর গ্রাম থেকে তাকে আটক করেন।আটক যুবক জকিগঞ্জের বালিটেকা গ্রামের আলাউদ্দিন আলুর পূত্র মুহিবুর রহমান মুছা (২২)। ধর্ষণের শিকার ছাত্রীটি স্থানীয় জকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের এক দিনমজুরের কন্যাশিশু।
সে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। জানা যায়, গত ২৬ জুলাই রাত ৯ ঘটিকার দিকে ৮ বছরের ওই শিশু কন্যাকে মুহিবুর রহমান মুছা তার গৃহে আটক জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কল্লোল গোষ্মামী বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আদালতে ভিকটিক ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
More News Of This Category