কালের ঢোল:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাসপাতালের বাহিরে দরিদ্র এক মহিলার ডেলিভারি হয়। টাকার জন্য ডাক্তার রোমে অার মানবিক দায়িত্ব পালনে লোকজন এগিয়ে।
০১ অক্টোবর (সোমবার) জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা দরিদ্র পরিবারের এক মহিলা ডেলিভারির রোগিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তী করার জন্য নিয়ে গেলে ডাক্তাররা রোগিকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শে ডেলিভারির রোগীকে জরুরী বিভাগ থেকে সিলেটের উদ্দেশ্যে নিয়ে বাহিরে মসজিদের সামনে অাসার সাথে সাথে ডেলিভারির রোগীর যন্তনা- ব্যাথা অারো বারতেই থাকে শেষ পর্যন্ত হাসপাতালের মসজিদের পাশে দরিদ্র ওই অসহায় মহিলার ডেলিভারি হয় অার অাশ পাশ লোকজন এগিয়ে এসে হাসপাতাল থেকে পর্দা এনে লোকজন মানবিক দায়িত্বপালন করেন।
পথচারিরা অভিযোগ করে বলেন অসহায় দরিদ্র ঐ মহিলার নবজাত শিশুর মৃত্যু হয় ডাক্তারদের অবহেলার কারনে। তারা যদি চেম্বারে না থেকে হাসপাতালে থাকতেন তাহলে হয়ত এমন মর্মান্তিক গঠনা ঘটত না। প্রায় দেখা যায় রোগির অবস্থা আশংকাজনক আর ডাক্তাররা চেম্বারে বসে টাকা কামাচ্ছেন।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর হাসপাতালে ধনিদের জন্য সু-চিকিৎসা রয়েছে অার দরিদ্রদের জন্য ডাক্তারদের পরামর্শ হচ্ছে রোগীকে নিয়ে সিলেটে যান। বিকেল বেলা স্টাফ কোয়াটার যেন টাকা কামানো মিশিন হিসাবে কাজ করছে। হাসপাতালের প্রধানের সাথে এব্যাপারে কথাবলতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।
More News Of This Category