দৃক নিউজ ২৪ ডটকম ডেস্ক# প্রতিবেশী চীনের সঙ্গে ডোকলাম নিয়ে ভারতের উত্তেজনা কমেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গোয়ার বন্দরে একটি মার্কিন রণতরী নোঙর ফেলায় সর্বত্র নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। কৌতূহলী প্রশ্নেরও শেষ নেই।
সুত্রে জানাযায়, ৭০০ জন সেনাকে নিয়ে ‘ইউএসএস পার্ল হারবার’ নামে তাদের একটি জাহাজ গোয়ায় পৌঁছেছে। বন্দরে থাকাকালীন ভারতের নৌসেনা এবং মেরিন কম্যান্ডোদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সেনারা। আলোচনা হবে মূলত উভচর যুদ্ধের (অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার) কলাকৌশল নিয়েই।
নয়া দিগন্ত সুত্রে প্রকাশ, চীনের সঙ্গে উত্তেজনা চলাকালীন মার্কিন রণতরীর ভারতে আগমন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘ইউএসএস পার্ল হারবার’ উভচর যুদ্ধের উপযোগী।
অর্থাৎ সেনা এবং যুদ্ধের যানবাহনকে কার্যত ডাঙায় পৌঁছে দিতেপারে এই জাহাজ। দু’পক্ষের আলোচনার বিষয়বস্তুও নৌ, আকাশ ও স্থলভূমির যৌথ যুদ্ধ।
মার্কিন রণতরীর আগমন কি, তা হলে এশিয়ার সামরিক কূটনীতিতে নতুন কোনো দিক নির্দেশের ইঙ্গিত দিচ্ছে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য এই ধরনের প্রশ্ন বা জল্পনা উড়িয়ে দিচ্ছেন।
ভারতীয় নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন, ‘‘মার্কিন রণতরী পূর্বপরিকল্পনা অনুসারেই বন্দর পরিদর্শনে এসেছে। দু’পক্ষেরকোনও যৌথ মহড়াও হচ্ছে না। এই ধরনের পরিদর্শন খুবই স্বাভাবিক ব্যাপার।’’ এই আগমনযে পূর্বপরিকল্পিত, তা জানিয়েছে মার্কিন দূতাবাস ও।
তারা আরো জানিয়েছে, গোয়ায় অবস্থানকালে স্থানীয় জনগণের সঙ্গেও আলাপ জমাবেন মার্কিনসেনারা।
এ দেশের সংস্কৃতি, আচার-ব্যবহারের সঙ্গেও পরিচিত হতে চাইছেন তারা।মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘পার্ল হারবার’ নামে জাহাজটির মূল ঘাঁটি সান দিয়েগোয়।
তবে সে-দেশের ‘মেরিন এক্সপিডেশনারি ইউনিট’-এর অঙ্গ হিসেবে জাহাজটি ‘ইন্দো-এশিয়া-প্যাসিফকি’ অর্থাৎ ভারত-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মোতায়েন রয়েছে। মূলত বিভিন্ন দেশের সঙ্গে সামরিক দৌত্য এবং আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যের কাজেই লাগানো হচ্ছে তাকে।
More News Of This Category