নিজস্ব প্রতিবেদক:- সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের দুইদিন পর রুকন আহমদ নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বইটিকর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা ওই এলাকায় মরদেহ ফেলে গেছে। নিহত রুকন গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাত ৯টার পর গোলাপগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন রুকন আহমদ। বৃহস্পতিবার বইটিকর এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন।
More News Of This Category