নিজস্ব প্রতিবেদক:- সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আচমকা জয় বাংলা স্লোগান দিয়ে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে একদল যুবক।
এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মেডিকেল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
পুলিশ বলছে, কয়েকজন অজ্ঞাত যুবক ভাঙচুরের ঘটনা ঘটান। ভাঙচুকারী ও এর কারণ খুঁজছেন তারা। আর প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয় বাংলা’ স্লোগানে সিএনজি চালিত অটোরিকশাগুলো ভাঙচুর করা হয়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, ৪ থেকে ৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। কারা এটি করেছে তা খবর নেয়া হচ্ছে।
More News Of This Category