মোঃ হুমায়ূন কবীর ফরীদি# সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে নিহত জগন্নাথপুরের ওমর আহমদ মিয়াদ হত্যা মামলার প্রধান আসামী সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর বিরুদ্ধে এবার আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
সুত্রে জানাযায়, মঙ্গলবার(২৪ অক্টোবর) পাঁচ লক্ষ টাকার চেক জালিয়াতির অভিযোগে সদ্য সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হায়ন চৌধূরীর বিরুদ্ধে সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেছেন নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকার রুহুল আমিন ( মামলা নং১৪২৭/২০১৭)।এন আই আ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলাম রাশেদ জানান।
উল্লেখ্য , বিগত ১৬ অক্টোবর সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রাম নিবাসী আকুল মিয়ার ছেলে ওমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় রায়হান চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।