বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উবায়েদ মিয়া (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া (শিমুলতলা) গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত. সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ঘরের ছাদের উপরে রড বিছানোর কাজ করছিল উবায়েদ মিয়া। এসময় অসাবধানতাবশত: বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
More News Of This Category