মোঃ হুমায়ূন কবীর ফরীদি #
জগন্নাথ পুর ডিগ্রী কলেজের ছাত্রী রোমেনা(১৮)র আত্মহত্যার ঘটনায় তার বড় ভাই জুনেদ মিয়া বাদী হয়ে জগন্নাথ পুর উপজেলার পাটলী ইউনিয়নের ছকাচিম পুর নিবাসী আবু মিয়ার ছেলে ইউনূছ আলী সহ ৬ জনকে আসামী করে গত বুধবার জগন্নাথ পুর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথ পুর উপজেলার পাটলী ইউনিয়নের কবির পুর নিবাসী আখলুছ মিয়ার ষোড়শী কন্যা জগন্নাথ পুর ডিগ্রী কলেজের ছাত্রী রোমেনা বেগম (১৮)কে তারই খালাতো ভাই একই ইউনিয়নের ছকাছিম পুর নিবাসী আবু মিয়ার বখাটে ছেলে অটোরিকশা চালক ইউনুছ আলী প্রায়ই বিরক্ত করত। উল্লেখ্য বিগত ২৫ শে জুলাই কলেজ থেকে রোমেনা বেগম বাড়ী ফেরার পথে বখাটে ইউনুছ তাকে অপহরন করে নিয়ে যায় এবং ধর্ষন করে। ঘটনাটি জানাজানি হলে সামাজিক চাপে ফিরিয়ে দেয়। এ ব্যাপারে গ্রাম্য সালিশ বৈঠকে কোন নিস্পত্তি হয়নি। ঘটনার ৬ দিনপর লোক লজ্জায়- অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।
More News Of This Category