নিজস্ব প্রতিবেদক#
“অসামাজিক কার্যকলাপ বন্ধ করুন, সমাজকে সুস্থ ও সুন্দর ভাবে বসবাসের উপযোগী করে গড়ে তুলুন” এই শ্লোগান কে সামনে রেখে সুদ, ঘুষ, জুয়া, মাদকদ্রব্য সেবন ও ক্রয়- বিক্রয় এবং অনিয়ম দুর্নীতি সহ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে কলকলিয়ায় এক বিশাল মানব বন্ধনও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ শে সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন স্থানীয় কলকলিয়া বাজারে সুদ, ঘুষ, জুয়া, মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়, সেবন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ” আটপাড়া সচেতন যুব সমাজ ” এর ব্যানারে মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও মোঃ সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় এক বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল হান্নান, যুবলীগ নেতা আলাল হোসেন রানা, যুবদল নেতা জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া যুবলীগের আহবায়ক কামাল হোসেন লিলু, যুবলীগ নেত শাহ আলম, জমিয়ত নেতা এস এ ফয়সল, তারা মিয়া (মেম্বার) , সাপ্তাব, রাসেল আহমদ, ফয়সল, দৃক নিউজ ২৪. কমের নির্বাহী সম্পাদক মোঃ জামাল হোসাইন, দৃক নিউজ ২৪. কমের নিজস্ব প্রতিবেদক মোঃ হুমায়ূন কবীর ফরীদি, শিপু মিয়া, টিপু, দিলোয়ার, কাজল বাবু, খোকন, সজল, সায়েক, গুলজার, সানুর, জাহাঙ্গীর, হেলাল, ছাত্র নেতা জিয়াউল, রাহীম, ফাহিল, সুহেল, জসিম, মিফতা, জুনেদ, রাজ্জাক, আলী হোসেন, জুবায়ের, জাবেদ, মাহবুব হোসাইন ও জিলু প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে, সুদ, ঘুষ, মদ, জুয়া, গাঁজা সহ সকল প্রকার মাদক ব্যাবসায়ী, অনিয়ম দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভায়াশ্রম হিসাবে জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও অত্র এলাকা চিহ্নিত হয়ে পড়েছে। যার বাস্তব প্রমান মিডিয়া ও প্রশাসন। অসামাজিক কার্যকলাপে লিপ্ত ব্যাক্তিরা গ্রেফতার হচ্ছে আবার আইনী ফাঁক ফোকড়ে ছাড়া পেয়ে পূর্ব পেশায় দাবিত হচ্ছে। দিন দিন অত্র এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিদায় এলাকার সচেতন যুবসমাজ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
এদিকে, কলকলিয়া ইউপির বর্তমান মেম্বার তারা মিয়া তার বক্তব্যে বলেছেন, কোন লোক যদি মাদকদ্রব্য ব্যাবসায়ী, সেবনকারী, জুয়ার আস্তানা সহ অনিয়ম দুর্নীতিবাজদের সটিক সন্ধান দিতে পারে তবে এই ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে ব্যাবস্থ নেওয়ার চেষ্টা করবেন এবং সন্ধান দাতার গোপনীয়তা রক্ষার পাশপাশি ব্যক্তিগত ভাবে পুরুস্কৃতি করবেন।
More News Of This Category