সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- মুখে মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফেরা করার অপরাধে জগন্নাথপুরে ১৬ জন পথচারীকে অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।
মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করনের লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক ১০ ই আগষ্ট রোজ সোমবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত। এসময় তিনি মুখে মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার অপরাধে ১৬ জন পথচারীর নিকট হতে ১০ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই মোঃ ফিরোজ মিয়া সহ এক দল পুলিশ।
এছাড়াও মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
জামাল/এস/এস
More News Of This Category