মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- মরননব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ থানার প্রবেশদ্বারে থানার অফিসার ইনচার্জ, প্রবাসী ও স্থানীয় সমাজসেবকদের অর্থায়নে জীবাণু নাশক টানেল স্থাপন করা হয়েছে।
মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী, প্রবাসী ও স্থানীয় সমাজসেবকদের অর্থায়নে অত্র থানার প্রবেশদ্বারে স্থাপিত জীবাণু নাশক টানেল ১৪ ই জুন রোজ রবিবার উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান -বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী, সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মোঃ মাহমুদুূল হাসান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র গোপ, এসআই আলাউদ্দিন, জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন,বাবুল হাওলাদার, তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান চকদার, মনিরুজ্জামান, রশিদ উদ্দিন, এএসআই আবুল হাসনাত চৌধুরী, সমীরণ চন্দ্র দেব, নৃপেশ চন্দ্র দেব, আব্দুস শহীদ সহ থানা পুলিশের সকল অফিসার ফোর্স বৃন্দ।
জীবাণু নাশক টানেল উদ্বোধককালে থানার অফিসার ও পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান -বিপিএম বলেন, করোনার এই কঠিন পরিস্থিতে আমরা সবাই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মুখে মাস্ক ব্যবহারসহ নিজ নিজ অবস্থান থেকে সচেতনমূলক সবধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জীবনতো একটাই। তাই করোনা সতর্কতায় সরকারি যে নির্দেশনা গুলো আছে আমার বিশ্বাস আপনারা মেনে চলছেন এবং চলবেন।
এদিকে করোনা ভাইরাস সংক্রমন রোধে দক্ষিণ সুনামগঞ্জ থানা ভবনের প্রবেশদ্বারে, জীবানু নাশক টানেল, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, বিশুদ্ধ পানির পাম্প স্থাপনে প্রবাসী ও স্থানীয় সমাজসেবক বৃন্দ আর্থিক সহযোগীতা করায় সকলকে অত্র থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
জামাল/এস/এস
More News Of This Category