মোঃ হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার এক্সিকিউটিভ অফিসার মোঃ রেজাউল করিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ ঠা জুন বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম জগন্নাথপুর পৌর এলাকার ভাড়া বাসায় গিয়ে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করছেন। মোঃ রেজাউল করিম এর শারীরিক সুস্থতা কামনায় এই ব্যাংক শাখার ম্যানজার মোঃ তালেমুল ইসলাম সকলের নিকট দোয়া চেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর জানান, বিগত ৩১ মে দুজনের নমুনা সংগ্রহ করেন।গত ৩ রা জুন দিবাগত রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রতিবেদনে দুটি পজিটিভ শনাক্ত হয়।
তাদের একজন বেসরকারি এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার এক্সিকিউটিভ অফিসার অপর জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
বেসরকারি এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার তালেমুল ইসলাম বলেন , এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার এক্সিকিউটিভ অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাঁর শারীরিক সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
Jt.s
More News Of This Category