মোঃ হুমায়ান কবীর ফরীদি#
দায়িত্ব পাওয়ার ১০ দিনের মাথায় চাকরি হারিয়েছেন ট্রাম্পের জনসংযোগ প্রধান অ্যন্থনি স্কারা মুচি। দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় গত সোমবার (৩১ শে জুলাই) তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন হোয়াইট হাউজের নতুন স্টাফ অব চীফ জন কেলি। সুত্রে প্রকাশ, ওয়াল স্ট্রীটের সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারা মুচি দায়িত্ব নেওয়ার পরপরই টেলিফোনে জনৈক সাংবাদিককে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতে বক্তব্য দিয়ে সমালোচনা করেন। হোয়াইট হাউজে নিয়োগের শুরু থেকেই সমালোচনার মূখে ট্রাম্পের ব্যবসায়ী বন্ধু এবং সাবেক গোল্ডম্যান স্যাকস কর্মকর্তা স্কারা মুচি। তার নিয়োগকে কেন্দ্র করে পদত্যাগ করেন ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউজের স্টাফ অব চীফ রিন্স প্রিবাস ও মূখপাত্র শেন স্পাইসার। যুক্তরাস্ট্রের গনমাধ্যম গুলোর বরাত দিয়ে সময়ের কন্ঠস্বরের আন্তর্জাতিক ডেক্স সুত্রে প্রকাশ, গত শুত্রুবার রিইন্স প্রিবাসকে সরিয়ে হোয়াইট হাউজের চীফ অব স্টাফ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জেনারেল প্রধান জন কেলিকে নিয়োগ দেন ট্রাম্প সোমবার কাজ শুরু করেই নতুন চীফ অব স্টাফ এই। সিদ্ধানত নেন। হোয়াইট হাউজ থেকে মাত্র তিনটি বাক্যে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ” অ্যান্থনি স্কারা মুচি” যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে যাচ্ছন। স্কারা মুচি মনে করেন চীফ অব স্টাফ জন কেলিকে তার নিজের টিম গটনের সুযোগ দেওয়া উচিৎ। তার জন্য শুভ কামনা জানাচ্ছি।
সূত্র:- ইন্টারনেট
More News Of This Category